ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ভষ্মিভুত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে জেলার ডোমার উপজেলার বেতগাড়া ধঞ্চনপুর বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ভুপেন্দ্র নাথ বর্মন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।