হিলি প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের আটাপাড়া কোম্পানী সদর ক্যাম্পের সদস্যরা ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল ৫০ বোতল, র্শাট পিচ (১৮০০মিটার), প্যান্টের থান ২৪০ মিটার, ষ্টীল ১০০ কেজি, কসমেটিক ইমিটেসন।
বিজিবি’র আটাপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের নোনিয় পাড়ার বাস বাগান এলাকা থেকে ক্যাম্পের বিশেষ টহল দলের ল্যান্স নায়েক মিজানুর রহমান সঙ্গীয় বিজিবির সদস্যরা এসব মালামাল আটক করে। পরে উদ্ধারকৃত মালামাল গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার সিসি নিউজকে বলেন, চোরাচালান প্রতিরোধে এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।