পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর স্বামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় হরিপুর হিন্দুপাড়া গ্রামে।
জানা যায়, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপির বড় হরিপুর হিন্দুপাড়া গ্রামের খোকারামের পুত্র বিশ্বনাথ কাঞ্চনের অন্ত:সত্ত্বা স্ত্রী লতা রানী (১৮) সোমবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতেই নিহত লতা রানীর পিতা-মাতার দেয়া যৌতুক ১ লাখ ১০ হাজার টাকা আগামী দশ দিনের মধ্যে ফেরত দিবে মর্মে রফাদফা হয়। রাত্রেই লতার মৃত্যু দেহ নিয়ে তার পিতা-মাতা পঞ্চগড়ে চলে যায়। এ ঘটনার পর লতার স্বামী বিশ্বনাথ কাঞ্চন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেল ষ্টেশনে দিনাজপুর থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের লাফ দিয়ে আত্মহত্যা করে।