ঢাকা : রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ২০ দালালকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-২ এর সদস্যরা মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করে।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ হোসেন জানান, পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। গ্রেফতাররা অধিক টাকার বিনিময়ে বিভিন্ন সময় সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারদের র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।