লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেল স্টেশনের পার্শ্বে ট্রেনে কাটা পরে বাবুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পারর্বতীপুর থেকে ছেড়ে আসা করতোয়া একপ্রেস ট্রেনটি বড়খাতা রেল স্টেশনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
বাবুল হোসেন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থালে তার মৃত্যু হয় ও তার বাম হাতটি দ্বিখন্ডিত হয়ে।
বাবুল হোসেন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামের আলী আকবরে পুত্র বলে জানা গেছে।
নিহতের বড়ভাই আবুল হোসেন জানায় তার খালা আয়মনা বেগমের বাড়ী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে সে বলেন আমার ছোট ভাই একজন মানসীক রোগী ছিল।
লালমনিরহাট রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম মোস্তাফা ট্রেনে কাটা মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘ঘটনাস্থালে আমাদের রেল পুলিশ পাঠানো হয়েছেন’’।