খেলাধুলা ডেস্ক: একাদশ বিশ্বকাপের চাপের ফাইনালে আগে ব্যাট করতে নামছে নিউ জিল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অস্ট্রেলিয়াকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
শেষ ওয়ানডে খেলতে নামা অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কও জানান, টসে জিততে তিনিও ব্যাটিং বেছে নিতেন।
ফাইনালের দুই দলই অপরিবর্তিত রয়েছে।
রোববার মেলবোর্নের বড় মাঠে পঞ্চম শিরোপার জন্য খেলতে নামবে স্বাগতিকরা। আর নিউ জিল্যান্ড এই মঞ্চে আগন্তুক; এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে পা পড়েছে কিউইদের।