ফেনী: ফেনীতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে তিন ছাত্রলীগ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতারা হলেন- সদর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজ শিকদার, ছাত্রলীগকর্মী মঞ্জুর আহম্মদ ও সফিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা রিয়াজ শিকদার, মঞ্জুর আহম্মদ ও সফিক মোটর সাইকেলযোগে ফেনীর বিসিক এলাকা থেকে পাঁচগাছিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় যুবলীগের বেশ কয়েকজনকর্মী তাদের গতিরোধ করে পর পর কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তাদের হাত, বুক, মাথায় গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাদের ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল জানান, যারা গুলি করেছেন তারা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগের কেউ নন।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুলিবিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।