সিসি নিউজ: দীর্ঘ ১৫ বছর পর রংপুর সদর উপজেলা আওতাধীন হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করনী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলা ৩টি ইউনিয়নে ২৭টি ওয়ার্ডের মোট ভোটার রয়েছেন ৭৪ হাজার ৩০৭ জন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৬১ ও ইউপি সদস্য প্রার্থী রয়েছেন ১শ’ ৫২ জন। ৩৩টি কেন্দ্র ও ১শ’ ৯২টি বুথের জন্য ইতিমধ্যে সেখানে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ৬০৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন কেন্দ্রগুলোতে অবস্থান করছেন।
তিন ইউনিয়ন রির্টানিং অফিসার ও রংপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।