• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

চট্টগ্রামে মনজুরকে সমর্থন দিলো ২০ দলীয় জোট

BNP-20চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বিএনপির সমর্থন পাওয়ার পর এবার ২০ দলীয় জোটের আনুষ্ঠানিক সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম।

২০ দলীয় জোট ঐক্যবদ্ধ থেকে মনজুর আলমকে বিজয়ী করতে সর্বাত্বকভাবে নির্বাচনি মাঠে কাজ করার ঘোষণা দিয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর মেহেদিবাগস্থ নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বাসভবনে ২০ দলীয় জোট চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভায় এই সমর্থন ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ২০ দলীয় জোট চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভাপতির বক্তব্যে আমীর খসরু বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের অংশ হিসেবে ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

এই নির্বাচনে জয়ের মাধ্যমে আন্দোলনের বিজয় হবে। এই লক্ষে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এলাকায় এলাকায় জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। প্রমাণ করতে হবে জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

সভায় উপস্থিত মেয়র পদপ্রার্থী আলহাজ মঞ্জুর আলম বলেন, গতবার আপনারা সকলে মিলে যেভাবে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছিলেন এবারো ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতা পেলে আবারো নগরবাসীর সেবা করার সুযোগ পাবো।

২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এলাকায় এলাকায় কাজ করবে আর তাতে আমাদের বিজয় নিশ্চিত হবে। এই নির্বাচনে বিজয় হলে ২০ দলীয় জোটের আন্দোলনও বিজয় হবে। আলহাজ্ব মঞ্জুর আলম নির্বাচনে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ শামশুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, বিজিপি আহ্বায়ক নুর মোহাম্মদ খান, খেলাফত মজলিশের সভাপতি খুরশিদ আলম, জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি প্রাক্তন ডেপুটি মেয়র আবু নাছের চৌধুরী, জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, জাগপা সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, কল্যাণ পার্টির সভপতি মোহাম্মদ ইলিয়াছ, মুসলিম লীগ সভাপতি আবদুল আজিজ, ন্যাপ সভাপতি ওসমান গণি সিকদার, লেবার পার্টির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আলি, এনপিপি সভাপতি আনোয়ার ছাদেক, এল ডি পি সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, কল্যাণ পার্টির সাধারন সম্পাদক নুরুল আলম, ন্যাপ ভাষানির শিবু বড়ুয়া, লেবার পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসভাপতি আবছার উদ্দিন, ন্যাপ সহ সভাপতি মোজাফফর আহম্মদ, জাগপা নেতা মোহাম্মদ হেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ