বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের পর্দায় একসময় মনোয়ার হােসেন ডিপজল মানেই তার নায়িকা থাকবেন রেসি। এমনটাই চলেছিল বেশ কিছু ছবিতে। কিন্তু ২০১১ সালে হঠাৎ করে বিয়ে করে চলচ্চিত্র ছেড়ে দেন রেসি। এরপর রাজনৈতিক কারণে অনেকটা অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন ডিপজলও। সম্প্রতি মনোয়ার হােসেন ডিপজল পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে আবারো অভিনয়ে ফিরেছেন। কথা ছিল এ ছবির মাধ্যমে চরচ্চিত্রে আবারো ফিরে আসবেন রেসি। কিন্তু না।
রেসি আর ফিরছেন না এটা অনেক আগেই জেনে গেছে সবাই। রেসির বদলে ডিপজলের নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে তানহা মৌমাছিকে। কিন্তু নতুন খবর হচ্ছে শুধু এই একটি ছবিতে নয়, ডিপজলের পরবর্তী ছবিগুলোকেও ডিপজলের নায়িকা হিসেবে তানহা মৌমাছিকে দেখা যাবে বলে জানা গেছে। ফলে চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে রেসির পর ডিপজলের নায়িকা হিসেবে পরিচিতি পেতে যাচ্ছেন তানহা মৌমাছি।