সিসি নিউজ: নীলফামারীর সদরের নীলফামারী-নীলসাগর সড়কের হালিরবাজার নামক স্থানে মটর সাইকেলের ধাক্কায় আলমগীর হোসেন আলম (৩৫) নামের এক ওষধ কম্পানীর চিকিৎসা ও বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।
সে নীলফামারী পৌরসভার নতুন বাবুপাড়া মহল্লার আকবর আলীর ছেলে এবং ঢাকাস্থ এশিয়াটিক ফার্মাসিটিক্যাল লিমিটেডের নীলফামারী জেলার ওষধ বিক্রয় ও চিকিৎসা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আলমের বাবা আকবর আলী জানান, বিকালে বাড়ি থেকে মটর সাইকেলযোগে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হালির বাজার নামক মার্কেটে ব্যবসায়ীদের কাছে ওষধ বিক্রয়ের টাকা আনতে যায়। এসময় ওই বাজারে মটরসাকেলে বসা ছিল আলম। পিছন থেকে একটি মটর সাইকেল আকষ্মিক ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পরে।
স্থানীয়রা তাকে গুরুত্বর অবস্থায় নীলফামারী আধুুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইরফান হোসেন জানান, লোকজন আলমগীর হোসেন আলমকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।