রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র্যালিটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকার ও প্রেসক্লাব সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ প্রমূখ।
সাংবাদিক রফিকুল ইসলামকে সংবর্ধনা দিলেন ওসি
কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে এবার সংবর্ধনা দিয়েছে রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ। মঙ্গলবার সন্ধ্যায় ওসি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এস আই আল হেলাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সেকেন্ড অফিসার এস আই আব্দুল কাদের, এস আই তপন কুমার, এস আই মিন্টু বণিক, এস আই শাহিনুর ইসলাম (শাহীন), প্রেসক্লাব সা. সম্পাদক আনিছুর রহমান লিটন, এ এস আই মোকছেদুল হক. জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, শ্রী অরবিন্দু রায়, সাংবাদিক রনজিৎ কুমার রায়, মো. এনামুল হক, মাহফুজার মনু, এ এস লিমন প্রমূখ। উল্লেখ্য, ২০১৪ সনের ১৩ ডিসেম্বর দৈনিক মানবজমিনের ১৪ পৃষ্ঠায় ‘যুদ্ধে যখন রামচন্দ্র’ শিরোনামের প্রকাশিত রিপোটিংয়ে উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উলিপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মানবজমিন রাজারহাট প্রতিনিধি মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা পদকটি তুলে দেন-উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খান।