• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন |

উভচর ড্রোন!

droneপ্রযুক্তি ডেস্ক: আকাশে উড়তে পারে আবার পানিতেও ডুব দিতে পারে এমন ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্স ল্যাবরেটরি। তারা এটিকে হাঁসের সঙ্গে তুলনা করেছে। এটি দিয়ে  সাবমেরিনে ওপর নজরদারি করা যাবে ।

বিজ্ঞানীরা এটি তৈরির জন্য হাঁসের জীবনপ্রণালি অনুসরণ করেছেন। কেননা, হাঁস যেমন আকাশে উড়তে পারে তেমনি পানিতেও ডুব দিতে পারে। নতুন উদ্ভাবিত এই ড্রোনটিতে পাখির মতন ডানা রয়েছে। অন্যদিকে জলকেলি করার জন্য রয়েছে হাসের পায়ের মত প্রপেলার। পানিতে দিক পরিবর্তন করার জন্য রয়েছে মাছের মত লেজ। এসব তৈরি করা হয়েছে পাতলা ও নমনীয় ধাতু দিয়ে।  আকাশ থেকে সমুদ্র ঝাপ দেয়ার জন্য সিপ্লেনের মত এটিকে ল্যান্ড করতে হয়। কিন্তু সমুদ্র উত্তাল থাকলে এটি আকাশ থেকে হাসের মত ‘ডাইভ’ দেয়।

নেভাল রিসার্স ল্যাবরেটরি এই উভচর ড্রোনটিকে অ্যারোডায়নামিক মাছের তুলনা করেছেন। তারা এটিকে বলছেন ‘ফ্লাই ওয়ানডা’। ফ্লাই ওয়ানডা আকাশে প্রতিঘণ্টায় ৫৭ মাইল পথ পাড়ি দিতে পারে। পানিতে এটি ঘণ্টায় ১১ মাইল গতিতে ছুটতে পারে।

প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছে ভবিষ্যৎতে সাবমেরিন খোঁজার জন্য এই ড্রোন ব্যবহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ