সিসি নিউজ: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগকে শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন জেলা ইউনিটসমূহের সম্মেলনের তারিখ নির্ধারণ করা করা হয়েছে।
বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত অনুসারে আগামী ১৮এপ্রিল থেকে ১৬মে পর্যন্ত বিভিন্ন ইউনিটে সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ এপ্রিল নরসিংদী জেলা, ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা, ৩০ এপ্রিল চাপইনবাবগঞ্জ জেলা, ২ মে ঝালকাঠি জেলা, ৬ মে বগুড়া জেলা, ৭ মে সিরাজগঞ্জ জেলা, ৯ মে ভোলা জেলা, ১৬ মে পাবনা জেলা ও পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।