আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেলে ৪৩ জন নাবিক মারা গেছেন।
ডালনি ভস্তক নামের ট্রলারটি বুধবার কামচাটকার ক্রুতোগোরোভস্কি বসতি থেকে ৩৩০ কিলোমিটার দূরের ওকোতস্ক সাগরে ডুবে যায় বলে বিবিসি জানিয়েছে। এই দুর্ঘটনায় ৪৩ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আরো ৬৩ জনকে । এদের অধিকাংশই তাপমাত্র জনিত সমস্যায়(হাইপোথারমিয়া) ভুগছেন বলে জানা গেছে।
দা ডালনি ভস্তক নামের ট্রলারটিতে সবমিলিয়ে ১৩২ জন নাবিক ছিলেন। এদের মধ্যে ৭৮ জনই রুশ। বাকিরা লাটভিয়া, ইউক্রেন এবং মিয়ানমারের নাগরিক।