বিনোদন ডেস্ক: একের পর এক বিতর্কিত কান্ড ঘটাতে বিশ্বনন্দিত মডেল ও অভিনেত্রী মিরান্ডা কেরের জুড়ি নেই। এবারও তেমনি এক কান্ড ঘটিয়ে পড়েছেন তুমুল সমালোচনার মুখে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।
জানা গেছে, টুইটারে এ তারকার কয়েকটি নগ্ন ছবি প্রকাশ পেয়েছে। তবে মজার বিষয় হলো এই ছবি খোদ মিরান্ডাই প্রকাশ করেছেন। বিভিন্নভাবে নগ্ন হয়ে এই ছবিগুলোতে পোজ দিয়েছেন তিনি। নিজের মোবাইল দিয়েই এগুলো তুলেছেন মিরান্ডা।
পরে নিজের টুইটার একাউন্টে সম্প্রতি ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। আর এর মাধ্যমে আলোচনার তুঙ্গে অবস্থান করছেন। এর আগে কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরান্ডাকে এ ধরনের ছবি পোস্ট করতে দেখা যায়নি। হঠাৎ করেই তার এমন ছবি প্রকাশে অবাক হয়েছেন সবাই।
গণমাধ্যমগুলো বিষয়টি ফলাও করে প্রকাশ করছে। তবে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র বিব্রত নন মিরান্ডা।
এ বিষয়ে তিনি বলেন, আমি আমার একাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করেছি। এটা নিয়ে হইচইয়ের কিছু নেই। অনেকেই বলছেন, আমি আলোচনায় আসার জন্য এমনটা করেছি। কিন্তু সেটা একদমই নয়। আলোচনায় আমি আসবো কাজ দিয়ে, এভাবে নয়। বিষয়টি ভিন্ন খাতে না নেয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। আমি ছবিগুলো প্রকাশ করেছি আমার ভক্তদের জন্য, যারা আমাকে অনেক ভালবাসে। আর কিছু নয়।