বিনোদন ডেস্ক: ঢাকাসহ সারাদেশের ৭০টি সিনেমা হলে আজ মুক্তি পেল পরীমনির দ্বিতীয় চলচ্চিত্র ‘পাগলা দিওয়ানা’। পরীমনি ছাড়াও এতে অভিনয় করেছেন শাহরিয়াজ, অমৃতা খান, সবুজ, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।
সিনেমার গল্পে দেখা যাবে- পরীমনি ডানপিটে স্বভাবের মেয়ে। সিনেমায় তার নাম লায়লা। লায়লার খেলার সাথী তামিম। তামিম চরিত্রে দেখা যাবে-শাহরিয়াজকে। লায়লা তামিমকে সব সময় হুকুম দিয়ে কাজ করায়। তামিম কোন কিছু না ভেবেই লায়লা যা বলে তাই করে। একদিন লায়লার কথা মতো একজনের গায়ে ঢিল মারে তামিম। এ নিয়ে গ্রামে বিচার বসে। তখন তামিম বলে- লায়লা ঢিল মারতে বলেছে তাই মেরেছি।
এ জন্য লায়লা তামিমের উপরে রাগ করে। লায়লা তামিমকে বলে, তুই কেমন মানুষ! আমি বললাম আর তুই মেরে দিলি? তামিম বলে, হ্যাঁ, তুই বলছস তাই মেরে দিছি। আমি যা বলি তুই তাই করবি? তাহলে আজ থেকে তুই আমার সঙ্গে ১২ বছর কথা বলবি না। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
পুতুল কথাচিত্রের ব্যানারে নির্মিত পাগলা দিওয়ানা সিনেমাটি ঢাকা, রাজশাহী, পূবাইলসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়।