সিসি নিউজ: বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর প্রেসিডেন্ট ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর আটকের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে টেলিভিশন সাংবাদিক ফোরাম নীলফামারী জেলা শাখা।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গীমোড়স্থ স্বাধীনতা স্মৃতি অম্লাণ চত্ত্বরের সামেনে ঘন্টাব্যাপী মানববন্ধনে টেলিভিশন সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
এসময় টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মঞ্জুরুল আলম সিয়ামের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের নীলফামারী প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, চ্যানেল আই নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে পুনাঙ্গ স্বাধীনতা দিয়েছে। তারই ধারাবাহিকতায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফারুর বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার পূর্বক তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য জননেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।