সিসি নিউজ: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি সোনাসহ চারজনকে আটক করেছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দীন জানান, রোববার বেলা পৌনে ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামার পর অভ্যন্তরীণ রুটের টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
এই চারজন হলেন- আবদুল হালিম, বেলাল উদ্দীন, মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ আনোয়ার।
শুল্ক কর্মকর্তা জিয়াউদ্দীন জানান, বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। ওই চারজন চট্টগ্রাম থেকে বিমানে উঠেছিলেন।
তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি সোনা পাওয়া যায় বলে জানান তিনি।