দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে র্যাব অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিলসহ মোঃ মাহফিজুর রহমান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী মাহফিজুর রহমান সদর উপজেলার বড়গ্রাম গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
রোববার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বড়গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি দল এএসপি মোঃ মনজুরুল আলমের নেতৃত্বে সদর উপজেলার বড়গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বড়গ্রাম চিলাহাজীপাড়া রিয়াজুল মৌলভীর পুকুরের পার্শ্বে বাঁশঝাড়ের নিচ হতে ৯৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. মাহফিজুর রহমানকে আটক করে।
র্যাব আরো জানায়, বড়গ্রাম এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা টিম তথ্য সংগ্রহে তৎপর ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে র্যাবের পক্ষ হতে কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।