দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে জাহাঙ্গীর আলম নামের এক পুলিশ কর্মকর্তার ব্যবহৃত ডিসকোভার ১৩৫ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে বাহাদুর বাজার এলাকায় মোটরসাইকেলটি চুরি হয়। জাহাঙ্গীর আলম সহকারী উপ-পরিদর্শক পদে দিনাজপুর পুলিশ কোর্টের জিআরও হিসেবে কর্মরত রয়েছেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের এএসআই জাহাঙ্গীর রাতে শহরের বাহাদুর বাজার এলাকায় মোটরসাইকেল দাড় করিয়ে ভেতরে কেনাকাটা শেষে এসে দেখেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি সেখানে নেই। এ ঘটনা জানতে পেয়ে মোটরসাইকেল ও চোরকে গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ।