সিসি নিউজ: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা থেকে স্থানীয় জনগণকে প্রয়োজনে বলপ্রয়োগ করে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপর্যয় এড়াতেই সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে দিনাজপুরের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ।
এ প্রসঙ্গে দিনাজপুরের জেলাপ্রশাসক আহমেদ শামীম আল রাজি জানিয়েছেন, খনি এলাকার নিরাপত্তা ও জনগণের জানমালের রক্ষার্থে সরকার স্থানীয় জনগণকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সংশ্লিষ্টদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। এরপর বারবার তাদের সরে যেতে বলা হয়েছে। আবার বলা হবে। যদি এতে কাজ না হয়, তাহলে বল প্রয়োগ করে এলাকাটি দখল মুক্ত করে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষকে (বিসিএমসিএল) বুঝিয়ে দেয়া হবে।
জ্বালানি বিভাগের সহাকারী সচিব সফিকুর রহমান স্বাক্ষরিত চিঠিটি গত ২৫ মার্চ দিনাজপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, বড়পুকুরিয়ায় খনির অধিকৃত ৬২২ একর ভূমিতে কিছূ সংখ্যক লোক অবৈধভাবে বসবাস করছে। এ এলাকার ভূমি দেবে যাওয়ার সম্ভবনা রয়েছে। ফলে, জান-মালের ক্ষতির আশঙ্কা থেকে যায়। বার বার উদ্যোগ নেয়ার পরও বসবাসকারীরা এলাকা থেকে সরে যায়নি।
চিঠিতে ওই এলাকা দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলনের ফলে আশেপাশের এলাকার অনেক বাড়িঘর, কৃষি জমি দেবে গেছে। স্থানীয়রা এর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু করে। ২০০৯ সালে স্থানীয়দের সঙ্গে খনি কর্তৃপক্ষের একটি সমঝোতা চুক্তি হয়। এরপর সরকার ২০১০ সালের নভেম্বরে ১৯১ কোটি টাকা বরাদ্দ দেয়, যাতে ১৩০০ পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে ৬২২ একর জমি অধিগ্রহণ করা যায়।
কিন্তু স্থানীয়দের অভিযোগ, সরকার এখনো সব পরিবারকে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর করেনি। তাই স্থানীয়রা তাদের ভূমি থেকে সরে যাননি।
এ প্রসঙ্গে খনি এলাকার জনগণের স্বার্থরক্ষাকারী সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র সভাপতি ঈব্রাহীম খলিল বলেন, ‘এখনো ৫০ কোটি টাকা বিলি করা বাকি রয়েছে। এছাড়া ৩১০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেনি সরকার। তাই স্থানীয় জনগণ তাদের ভূমি থেকে যায়নি। প্রাপ্য অধিকার বুঝে না পেলে তারা এলাকা ত্যাগ করবে না।’
প্রসঙ্গত, দেশে ৫টি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। এগুলো হলো- বড়পুকুরিয়া, জামালগঞ্জ, খালাসপির, ফুলবাড়ি ও দিঘিরপাড়।
খালাসপিরে ৬৮৫ মিলিয়ন মেট্রিক টন, ফুলবাড়িতে ৫৭২ মিলিয়ন মেট্রিক টন, বড়পুকুরিয়ায় ৩৯০ মিলিয়ন মেট্রিক টন, জামালগঞ্জে ১০৫৩ মিলিয়ন মেট্রিক টন এবং দিঘিরপাড়ে ৬০০ মিলিয়ন মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।
এরমধ্যে শুধু বড়পুকুরিয়া খনির কয়লা তোলা হয়। ২০০৫ সাল থেকে বাণিজ্যিকভাবে এ খনি থেকে আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হচ্ছে । এ কয়লা দিয়ে ২৫০ মেগাওয়াটের একটা বিদ্যুৎকেন্দ্র চালানো হয়।