• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

দিনাজপুরে জাগপা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Jagpa Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জাগপার জাগপার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় শহরের বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিবউদ্দীন চৌধুরী মুন্না’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ জেলা সভাপতি মঞ্জুরুল আলম, জেলা জাগপা সহ-সাধারণ সম্পাদক ওয়ামিক আলভী তুহিন, দপ্তর সম্পাদক ও পৌর জাগপার আহবায়ক মোঃ মাসুদ রানা চৌধুরী ডাবলু, প্রচার সম্পাদক মকবুল হোসেন, মহিলা জাগপার সভানেত্রী শাহিনুর রহমান, জেলা জাগপার শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মহিলা জাগপার আহবায়িকা আয়েশা সিদ্দিকা চম্পা, পৌর মহিলা নেত্রী আয়েশা বেগম, পৌর জাগপা যুগ্ম সদস্য সচিব আবিদ হোসেন চুন্নু, পৌর নেতা মাসুদ পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বলেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজাতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জননেতা শফিউল আলম প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রতিষ্ঠা করেন। তখন থেকে মানুষের ভোট ও ভাতের সংগ্রাম ও স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে জাগপা রাজপথে সংগ্রাম করছে। ২০ দলীয় জোটের সারাদেশের সকল নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ