বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এবার ছোট পর্দায় আসছেন নিজের বাস্তব জীবনের চরিত্র নিয়েই। মানে নাটকে তাকে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমী হিসেবেই। কনা রেজা গল্প অবলম্বনে মেহেদী বিন আশরাফের পরিচালনায় ”শূন্য জীবন’ ধারাবাহিক নাটকে এই চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ”গল্পটি আমার কাছে ভালো লেগেছে। তাই কাজ করা। নাটকে আমি চিত্রনায়িকা মৌসুমী চরিত্রে অভিনয় করছি। বিষয়টা ইন্টারেস্টিং। আমি বেশ উপভোগ করেছি।”