ঢাকা: আসন্ন ঢাকা সিটি কররপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন তার নির্বাচন পরিচালনার জন্য অফিস উদ্বোধন করলেন।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে রাজধানীর ২৫ বঙ্গবন্ধু এভিনিউয়ে এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে সাঈদ খোকন যাতে ঢাকা দক্ষিণে সিটি মেয়র হিসেবে নির্বাচিত হতে পারেন তার জন্যও দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, সদস্য সুজিত রায় নন্দিসহ সাঈদ খোকনের কর্মী-সমর্থকরা।