লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম(৪০) সহ বিভিন্ন মামলায় আরো ২৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদদের নিজ বাসা থেকে এই যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘বিভিন্ন মামলায় পলাতক থাকা এ সব আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সকলের নামে এক বা একাধিক নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে’’। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরের মধ্যে আদালতে প্রেরন করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।