• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১০ অপরাহ্ন |
শিরোনাম :
/ Uncategorized

আল-শাবাব সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

al_shabaab_bg_236872273আন্তর্জাতিক ডেস্ক: আল শাবাব দমনের অংশ হিসেবে সন্দেহভাজন বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে কেনীয় সরকার। জঙ্গি সংগঠনটির সঙ্গে অর্থনৈতিক লেনদেন থাকতে পারে, এমন সন্দেহেই এসব অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় আল-শাবাব জঙ্গিরা। এ হামলায় একশ’ ৪২ ছাত্রসহ একশ’ ৪৮ জন নিহত হয়।

এ ঘটনার পরপরই কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আল শাবাব দমনে শক্ত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। এর অংশ হিসেবে গত সোমবার (০৬ এপ্রিল) প্রতিবেশী দেশ সোমালিয়ার গেদো অঞ্চলে আল-শাবাবের দু’টি ক্যাম্পে এক যোগে বিমান হামলা চালায় কেনীয় বিমান বাহিনী।

সেই সঙ্গে আল-শাবাবের অর্থের উৎসও অনুসন্ধান করছে কেনিয়া। সন্দেহভাজন ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত করছে সরকার। এর অংশ হিসেবে এ পর্যন্ত ৮৬টি ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ