কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ স্কাউট তৃতীয় উপজেলা স্কাউট সমাবেশ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্কাউট সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট কাহারোল উপজেলা শাখার কমিশনার উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিক-উজ-জ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুর রহমান, রামচন্দ্রপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী তালুকদার, উপজেলা শাখা স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান (শিক্ষক), একরামুল হক (বাদল) ও আব্দুল মান্নান (প্রধান শিক্ষক) সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠিত তৃতীয় উপজেলা স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১১৩ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণকরেন।