• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন |
/ Uncategorized

চিলমারীতে ঘরবাড়ি হারিয়ে পথেই বসবাস

09চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: একটি দরিদ্র দিনমজুর পরিবারের শিশুসহ ৯ জন সদস্য নিজ ভিটে-ঘর হারিয়ে গত ২২ দিন ধরে আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে মানবেতর জীবন যাপন করছেন। ঐ পরিবারের সদস্যদের প্রতিপক্ষের লোকজন মারপিঠ করে হাসপাতালে পাঠিয়ে দিনে-দুপুরে ঘর-বাড়ি ভেঙ্গে নিয়ে যাওয়ার ১৬ দিন পর অবশেষে থানা মামলা নিয়েছে। ২২ দিন ধরে বিচারের আশায় পরিবারটি আদালত পাড়াসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন প্রতিনিয়ত।

ঘটনাটি ঘটেছে, জেলার চিলমারী উপজেলার কিশামতবানু গ্রামে। জানা গেছে, ঐ গ্রামে আশরাফ আলী ক্রয় সুত্রে পাওয়া ৪১ শতক জমির মধ্যে ঘরবাড়ি করে ২/৩ বছর ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিল। এরই মধ্যে ঐ জমির দাবিদার ফাতেমা ও জরিনা গংরা আশরাফ আলীর নামে আদালতে মামলা করলে উভয় পক্ষের মধ্যে মামলা ও পাল্টা মামলার ঘটনা ঘটে। এরই মধ্যে গত ১৯ মার্চ ফাতেমা ও জরিনার লোকজন দিন-দুপুরে আশরাফ আলীর পরিবারের লোকজনকে মারপিট করে তাদের বাড়ির ৪ টি ঘর ভেঙ্গে নেয় এবং গাছপালা কেটে বসতভিটা চাষ করে ফসলি জমিতে রুপান্তর করে দখলে নেয়। এ ঘটনায় আশরাফ আলীর স্ত্রী মনোয়ারা বেগম চিলমারী থানায় মামলা দিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নিতে নানা টালবাহনা করে। পরে আ’লীগের এক নেতার চাপে বাধ্য হয়ে ঘটনার ১৬ দিন পর মামলা নেয় চিলমারী থানা কর্তৃপক্ষ। এদিকে, প্রতিপক্ষের মুহ মুহ হুমকী আর ঘর-বাড়ি হারিয়ে পরিবারের সদস্যরা চিলমারী ও উলিপুর উপজেলায় আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে মানবেতর জীবন যাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ