ঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন জোড়াপুকুর মাঠ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান (২৮) নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পথচারী ফরমান আলী জানান, জোড়াপুকুর মাঠ এলাকায় আরিফুর বসে ছিল। এই সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ দিকে মৃত্যুর পূর্বে ঢামেকে কর্মরত পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাসের কাছে আরিফুর জানায়, স্থানীয় সন্ত্রাসী শুভ, মিঠু, কালা আরিফ ও ইমরান তাকে গুলি করেছে।
নিহত আরিফ ৮৪ নং গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকার মঞ্জিল হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার থানা পাড়ায়। নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।