সিসি ডেস্ক: যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসির পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মন্দিরে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাতে উপজেলা সদরের ঝিকিড়া কালী মন্দিরে এ হামলার সময় পুলিশ ও বিজিবি গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি করার পর হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জামায়াত ও বিএনপির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর প্রতিবাদে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে চৈত্র সংক্রান্তির চড়ক পূজা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবি সাহা বলেন, ভোরে রাতে ৫০/৬০ জন লোক দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে ১০টি প্রতিমা ও মন্দিরে ভাংচুর করে। এ সময় তারা প্রতিমার শরীরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
রবি সাহা জানান, এই ঘটনার প্রতিবাদে মন্দির অঙ্গনে আয়োজিত সোমবারের চৈত্র সংক্রান্তির চড়ক পূজা ও মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার পরপরই উল্লাপাড়ার ইউএনও মোহাম্মদ শামীম আলম, সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী ও ওসি তাজুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা বলেন, ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।