রংপুর: রংপুর সেনানিবাসে নবনির্মিত রংপুর আর্মি নার্সিং কলেজের উদ্বোধন করা হয়েছে। রোববার ( ১২ এপ্রিল) বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রংপুরের এরিয়া কমান্ডার ও ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন মিয়াজী কলেজের উদ্বোধন করেন। ৫ বছর মেয়াদী বিএসসি নার্সিং কোর্সের প্রথম ব্যাচে ৩৮ জন ছাত্রী নিয়ে এ নার্সিং কলেজের যাত্রা শুরু হয়।
আগামী বছর থেকে ৫০জন ছাত্রী বিএসসি নার্সিং কোর্সে ভর্তির সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।সম্পূর্ণ আবাসিক এই নার্সিং কলেজের অস্থায়ী ক্যাম্পাস রংপুর সেনানিবাসে অবস্থিত।
মাস্টার প্লান অনুযায়ী ভবিষ্যতে রংপুর আর্মি মেডিকেল কলেজের সঙ্গে আর্মি নার্সিং কলেজের স্থায়ী ক্যাম্পাস রংপুর সেনানিবাসের পশ্চিমপার্শ্বে ঘাঘট নদ তীরে নির্মিত হবে।