• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

পহেলা বৈশাখে দুই আমেজে র‌্যালি করবে মহানগর আ.লীগ

Awaঢাকা: পহেলা বৈশাখে র‌্যালি করবে মহানগর আওয়ামী লীগ। তবে এ র‌্যালিতে শুধু বৈশাখি আমেজ নয়, থাকবে নির্বাচনী আমেজও। কারণ, আর কয়েকদিন পরে সিটি করপোরেশন নির্বাচন।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ তথ্য জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা সকাল ৮টায় বাহাদুর শাহ পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি করব। এই র‌্যালি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হবে।’

এবারের র‌্যালি আরো বর্ণাঢ্য করতে হবে, এমন নির্দেশনা দিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একদিকে নির্বাচনী আমেজ, আরেকদিকে বৈশাখের আমেজ। এই দুই আমেজে এবারের র‌্যালি করতে হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,‘এবার সিটি নির্বাচন উপলক্ষে নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠ নেমেছে।সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ কাজ করছে।’

ইসি নির্বাচনকে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার করেছে, এমন মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন,‘ সরকারও এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে।’

কোনো দল যদি কোনো সন্ত্রাসী ও সমাজবিরোধীকে সমর্থন দেয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে স্পর্শ (ধরবে) করবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

সভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহসভাপতি মুকুল চৌধুরী। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ