আন্তর্জাতিক ডেস্ক: ১৯৭৯-এর পর এই প্রথম মহিলা রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে ইরান। সেদেশের বিদেশে মন্ত্রকের মুখপাত্র মারজিয়ে আফখামকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।
বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।
যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আফখাম। তিনি বলেন, বিদেশ মন্ত্রকের নিজস্ব প্রক্রিয়া মতোই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র পদে দায়িত্ব পালনের পর পূর্ব এশিয়ার একটি দেশে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন দেশে তাঁকে পাঠানো হবে, তা এখনও জানানো হয়নি। পাশাপাশি ইরানের বিদেশ মন্ত্রকে পরবর্তী মুখপাত্রের দায়িত্ব কাকে দেয়া হবে তাও জানানো হয়নি।