দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২২ সনের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোঃ ইছাহক। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত ও পর্বের কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আশফাক আহমেদ ও নির্বাচন কমিশনার এ্যাড. সরোজ গোপাল রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাননো হয়।
পরে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মো. ইছাহক, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সিনিয়র আইনজীবী মো. আব্দুল হালিম, মো. আব্দুল লতিফ মিয়া, মো. নুরুল ইসলাম-৩, জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আশফাক আহমেদ প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.কামরুজ্জামান শামস বুলবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ও গীতা পাঠ করেন শ্রী প্রফুল্ল কুমার রায়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী মো. আবুল কাসেম-১, মো. লুৎফুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম পুতুল, আলহাজ্ব মো. খয়রাত আলী, সাবেক পিপি মো. আব্দুস সাঈদ, আবু রুশদ মো. হাবিব, মো. আবু তালেব, শ্রী উপেন্দ্রনাথ শীল, মীর মো. ইউসুফ আলী, সৈয়দ কেরামত হোসেন, মো. সহিম উদ্দীন সিদ্দিকী, মো. খলিল, অতিরিক্ত পিপি মো. সাইফুল ইসলাম, মো. এমাম আলী, মো. তারিকুল ইসলাম (তারেক), আ ন ম হাবিবুল্লাহ, মো. আনেয়ারুল আজিম খোকনসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির শপথ গ্রহনকারী নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সহ-সভাপতি মো. মইনুল ইসলাম ও মো. নুরুল ইসলাম-৪, সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল হক ও মো. মাহফুজুর রহমান খান বিপুল, কোষাধ্যক্ষ এন.এইচ মাহবুব-উল-হক বাবু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোছা. সাবিনা ইয়াসমিন কাকলী, সমাজ কল্যান ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম, পাঠাগার সম্পাদক মো. মাহাফুজ আলী চৌধুরী, সদস্য মো. আজেদুর রহমান, একেএম মঞ্জুর রশীদ রতন, মো. রেয়াজুল ইসলাম রাজু, সৌরভ রায় ও মো. রেজাউল ইসলাম।