• বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

রাজারহাটে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

Mamlaরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাট-এর যুগ্ম সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম ও তার সহকর্মী দৈনিক কালের ছবি পত্রিকার রাজারহাট প্রতিনিধি মাহফুজার রহমান মনু সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) ফরিদুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক মাহফুজার রহমান মনুর উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে গ্রাম পুলিশ ফরিদুল ইসলামকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত-৫/৬ জনের নামে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫টায় নাজিমখান ইউপি’র মল্লিকবেগ মৌজাস্থ কুটিপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরণে প্রকাশ, ওই গ্রামের সাহেব আলীর কনিষ্ঠ কন্যা ২০১৫ সনে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার্থীনি মোছাঃ শম্পা খাতুন (১৬)কে পার্শ্ববর্তী মোজাম আলীর লম্পট পুত্র একাধিক বিবাহিতা ও স্থানীয় গ্রাম পুলিশ ফরিদুল ইসলাম (৩২) তাকে প্রায় দিনই কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ সংবাদ সংগ্রহ করতে গত ১৩-০৪-২০১৫ ইং বিকেল ৫ ঘটিকার সময় সাংবাদিক রফিকুল ইসলাম ও মাহফুজার রহমান মনু সাহেব আলীর বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। এরই এক পর্যায়ে সাংবাদিকরা ওই বাড়িতে তথ্য নিচ্ছে এ সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে গ্রাম পুলিশ ফরিদুলের নেতৃত্বে ৮/১০ জনের একদল দুর্বৃত্তরা এসে সাংবাদিক মনুকে ডেকে নিয়ে মারপিট শুরু করে এবং তার নিকট একটি ক্যামেরা ও শার্টের পকেটে থাকা ২৫০০ টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। পরে সাংবাদিক রফিকুল ইসলাম ও স্থানীয় মহিলা ইউপি সদস্যা সুফিয়া বেগমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক প্রেসক্লাব রাজারহাট-এর দু’সদস্য ওই এলাকায় ছুটে যান এবং সাংবাদিক মাহফুজার রহমান মনুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করান। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব রাজারহাট-এর নেতৃবৃন্দ প্রেসক্লাব সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদের সভাপতিত্বে এক জরুরী সভায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুর রশিদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়া মাত্রই মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড ভূক্ত করা হয়েছে। সাংবাদিকের উপর হামলাকারী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। রাজারহাট থানার মামলা নং-০৮, তাং-১৪-০৪-১৫ ইং ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ