আকতার হোসেন বকুল: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বাগজানার অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোবারক আলীর বাড়ীতে ওই ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, ৪০-৫০ জনের একদল ডাকাত প্রাচির টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমে গৃহকর্তার হাত-পা বেধেঁ তার লাইসেন্সকৃত বন্দুক ও গুলি কেড়ে নেয়। পরে আলমারি, সিন্দুক ভেঙ্গে প্রায় ২৫ ভরি স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় কোটি টাকা মালামাল লুট করে নেয়। ডাকাতির এ ঘটনা টের পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতকে আটকের চেষ্টা করে। এ সময় ডাকাতের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এতে পুলিশ সদস্য ইসমাইল ও আজিজ আহত হয়। বর্তমানে তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জয়পুরহাট পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত ডাকাত সদস্যদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।