বিনোদন নিউজ: এবারের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপুর বক্তব্য,”দেবদাস চলচ্চিত্রে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করে পুরস্কার পেয়েছেন মৌসুমী। অথচ এই ছবির মুখ্য চরিত্র পার্বতী হয়ে অভিনয় করেছেন তিনি। অপু জানালেন, ”দেবদাস চলচ্চিত্রে পার্বতী চরিত্রে আমি অভিনয় করেছি। পার্বতী হলো ছবিটির মুখ্য চরিত্র। কিন্তু এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চন্দ্রমুখী চরিত্রে অভিনয়ের জন্য মৌসুমীকে পুরস্কার দেওয়া হয়েছে। বিষয়টিতে আমি খুবই কষ্ট পেয়েছি।” অপু তার এই ক্ষোভ প্রথমে ফেসবুকে ব্যক্ত করেন। পরবর্তীতে সংবাদমাধ্যমেও নিজের কষ্টের কথা বলেই চলেছেন। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টটিও বন্ধ রেখেছেন। কারণ হলো পুরষ্কার বিজয়ীদের ছবি দেখলেই তার নাকি মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তাইতো গত কয়েকদিন ধরে ফেসবুকে নেই অপু। তবে জাতীয় চলচ্চিত্র ২০১৩ পুরষ্কার বিজয়ী গুণী অভিনেত্রী মৌসুমী অপুর এমন আচরণে চুপ থাকলেও এবার মুখ খুললেন তিনি। এ প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বললেন, ”এটা তো সম্পূর্ণই জুরি বোর্ডের ব্যাপার। আর অপু আমার ছোট বোনের মতো। এ বিষয়টি নিয়ে সে কেন ক্ষুব্ধ আমি জানি না। আমি শুধু বলব, জুরি বোর্ড যাকে যোগ্য মনে করেছেন তাকেই পুরস্কার দিয়েছেন।” কথা প্রসঙ্গে মৌসুমী আরও জানালেন,”এই উপন্যাসের কোথাও তো লিখা নেই যে, পার্বতী হচ্ছে মুখ্য চরিত্র। আর নির্মাতাও তো কোথাও বলেননি পার্বতী হচ্ছে মুখ্য চরিত্র। এই চলচ্চিত্রে যদি কোনো পুরস্কার দিতে হয়, তবে সেটা পার্বতীকে দিতে হবে চন্দ্রমুখীকে দেওয়া যাবে না— এটা হাস্যকর কথা।”