হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : জেলার চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ হলো বাল্য বিয়ে। জরিমানা দিয়ে রক্ষা পেল মেয়ের বাবা।
জানা গেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মোঃ নুরনবী মিয়ার কন্যা চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে উপজেলার মাচাবান্দা এলাকার ফরহাদ মিয়ার পুত্র মোঃ ফরিদ মিয়ার সাথে বিয়ে আয়োজন করা হয়। সন্ধ্যায় বিয়ে সম্পন্ন হবে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মেধাবী ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের বাবার ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রারাম্যান আদালত। এদিকে ঐ ছাত্রীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য তার বাবার কাছ থেকে অঙ্গীকার নেয়া হয়।