চট্টগ্রাম: নগরীর হালিশহর আবাসিক এলাকার কে ব্লকের একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের টেলিফোন অপারেটর শহিদুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে হালিশহর আবাসিক এলাকার কে ব্লকের তিনতলা একটি আবাসিক ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ভবনটির নিচ তলায় রান্না ঘরের চুল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি এবং এতে কোন হতাহতের ঘটনাও ঘটেনি।