ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী ও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার আগামী ২/১ দিনের মধ্যে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
বিএনপির এক সূত্র জানায়, হাইকোর্ট থেকে নির্বাচনী প্রচারণার অনুমতি পেলে আব্বাস নিজেই তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এ জন্য তিনি প্রস্তুতিও নিয়ে রেখেছেন। আর সে সুযোগ না হলে তার পক্ষে দলের অপর নীতি নির্ধারণী সদস্য আ স ম হান্নান শাহ ইশতেহার পাঠ করবেন।
তবে ইশতেহার আব্বাস বা হান্নান শাহ যেই ঘোষণা করুক না কেন তাতে ১০ দফা উন্নয়ন কর্মসূচি থাকবে। নগরীর পানি সমস্যা, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য, চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বনায়ন, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন, জলাবদ্ধতার মতো বিষয় ইশতেহারে গুরুত্ব পাবে বলে জানা গেছে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ঢাকা আদর্শ আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, সদস্য সচিব সাংবাদিক নেতা শওকত মাহামুদ প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।