ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।
গত শনিবার রাত ৮টার দিকে রাজধানীর চামেলীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও রোববার তা প্রকাশ করে পুলিশ।
পল্টন থানা এলাকায় বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডসহ ককটেল বোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সরকারি কাজে বাধা দিয়ে পুলিশকে আক্রমণ ও আহত করার ঘটনায় গত ১১ জানুয়ারি পল্টন থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এএলএম কাওছার আহম্মেদকে গণসংযোগের সময় গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। কাওছার আহম্মদের নামে নাশকতার পাঁচটি মামলা রয়েছে।