ফেনী: চাকরি দেয়ার নামে হোটেলে এনে গণধর্ষণ করা সেই কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে পুলিশি হেফাজতে তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে ফেনী সদর হাসপাতালে।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষা শেষে ধর্ষণের শিকার ছাত্রীকে তার মায়ের হেফাজতে দেয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় ওমর ফারুক ও তার সহযোগী ম্যানেজার জাহাঙ্গীর আলমের নামে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।
এর আগে রোববার সকালে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকার লতিফ টাওয়ারের তৃতীয় তলায় টাইম পাস রেস্টুরেন্টে ডেকে এনে ভেতরের একটি কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ঘটনার ‘নায়ক’ ওমর ফারুক ওই লতিফ টাওয়ারের মলিক হাজী আবদুল লতিফের ছোট ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।