সিসি নিউজ: নীলফামারীর বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আফসার আলী আহমেদ(৯৭) আর নেই। সোমবার রাত দশটায় বার্ধক্যজনিত কারণে রংপুরস্থ প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার পারিবারিক সুত্র জানায়, আফসার আলী আহমেদ ১৯৭০ সালে এমএনএ নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এমসিএ ও ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি দীর্ঘ ৩৪ বছর নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি নীলফামারী শহরের শাহীপাড়ায় স্থায়ীভাবে বসবাস করলেও তার গ্রামের বাড়ি ছিলো জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম গ্রামে। মঙ্গলবার বাদ জোহর নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাযার নামাজ শেষে রাস্ট্রীয় মর্যাদায় ডাকবাংলা কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জেষ্ঠ্য ছেলে নীলফামারীর পলাশবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিছ উজ জামান রুমী।