রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিরোধী দলীয় চিফ হুইপ, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র ৫টি গ্রামে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকাসমূহ পরিদর্শন শেষে সিংগারডাবড়ীহাট স্কুল এন্ড কলেজ এবং রাজারহাট ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করেন। পরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তাজুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বিথী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস ছালাম মাষ্টার, জাপার উপজেলা সভাপতি খন্দকার মো. আব্দুল হাকিম, সা. সম্পাদক মো. আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- জাপা নেতা ও বিশিষ্ট চলচ্চিত্র গ্রাহক মো. জাকির হোসেন চৌধুরী, শফিউল আলম, মো. ওয়াহেদ আলী সরকার প্রমূখ। তাঁর সফরকে ঘিরে গত ৩ দিন ধরে উপজেলার ঝিমিয়ে পড়া জাপার নেতা-কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এদিকে তিস্তা বাসষ্ট্যান্ড হতে রাজারহাট উপজেলা পরিষদ পর্যন্ত রাজারহাট-তিস্তা সড়কে অর্ধ শতাধিক তোরণ নির্মাণ ও শতাধিক ডিজিটাল ব্যানার টাঙ্গানো হয়েছে। সোমবার সন্ধ্যায় চিফ হুইপকে অভিনন্দন জানিয়ে উপজেলা জাতীয় যুব সংহতির সা. সম্পাদক মোহাম্মদ আলী রঞ্জুর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।