রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে চার লাখ টাকা মূল্যের ৭৫ গ্রাম হেরোইনসহ আবদুল কাইয়ুম (৫০) নামে এক ভিক্ষুককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী মডেল থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই ভিক্ষুককে আটক করে।
আটক ভিক্ষুক আবদুল কাইয়ুম গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার রুস্তম আলীর ছেলে। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।
এ পেশার আড়ালে তিনি গোদাগাড়ীর হেরোইন মাফিয়াদের হেরোইন বহনের কাজে জড়িত ছিলো বলেও নিশ্চিত করেছে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, হেরোইনসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। বুধবার সকালে আবদুল কাইয়ুমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ওসি আরো জানান, ভিক্ষুক আবদুল কাইয়ুমের কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের প্রকৃত মালিক কে, তা উদঘাটনের জন্যও চেষ্টা করছে পুলিশ।