সিসি নিউজ: জেলার দমদমা ধর্মদাসপুরে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার বিকালে এ আগুন লাগে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখানে প্রচুর টায়ার এবং প্রচুর পরিমানে তেল মজুত করা ছিল বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই কারখানার বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পর পরই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জানান, ওই কারখানায় গাড়ির টায়ার জ্বালিয়ে ফার্নেস অয়েল তৈরি করা হতো। টায়ার জ্বলানোর সময় ব্রয়লারের বিস্ফোরণের কারণে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।