খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকেরহাট হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা সভায় প্রধান অতিথি জেলা সিভিল সার্জন ডা. সুলতান মোহাম্মদ সামসুজ্জামান, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বেগম, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বিশদ আলোচনা করেন। বক্তারা বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে ১টি করে নীল রঙের ভিটামি ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে ১টি করে বছরে দু’বার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এতে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত শিশুদের রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নিচে কমবে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করবে। তারা আরো বলেন, শিশু জন্মের পর থেকে ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ এবং ৬ মাস পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে বলে উল্লেখ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো: কামাল হোসেন, স্বাস্থ্য সহকারি মোশারফ হোসেন সৌরভ, ল্যাম্ব হাসপাতালের স্বাস্থ্য প্রকল্প কো-অর্ডিনেটর লিটন সরকার ও ম্যানেজার মিজানুর রহমান সহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্ব শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং মিডিয়া প্রতিনিধি ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।