ঢাকা: আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক দুই ‘জঙ্গি’ পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ব্যাংক ডাকাতি তাদের উদ্দেশ্য ছিলো না। দেশে অরাজকতা সৃষ্টির জন্যই তারা এ ধরনের হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কলমা থেকে আটক বাবুল সরদার (৩২) ও মিন্টু প্রধান (২৮) পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ব্যাংক ডাকাতির কোনো উদ্দেশ্য তাদের ছিলো না। তারা মূলত দেশে অরাজকতা সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। তারা আগে শিবিরের কর্মী ছিলো। বর্তমানে তারা জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ করছে।’
তিনি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম, বোমা তৈরির মেশিন, বোমা তৈরির তার ও সরঞ্জাম, গানপাউডার, বোমা তৈরির স্প্লিন্টার, চারটি চাপাতি, আটটি ডেগার, একটি ম্যাগাজিন, দুইটি মটরসাইকেল, জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে।
তিনি আরো জানান, ‘অপরাধীরা তাদের সুবিধার্থে একেক সময় একেক নাম ব্যবহার করে। তারা ওই ব্যাংকে যেসব বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সেসব বোমা এর আগে কোথাও পাওয়া যায়নি। এগুলো বাইরে থেকে আমদানি করা।এছাড়াও এ ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি পরিকিল্পিত ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের দিয়ে ঘটানো হয়েছে।’