টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভূমিকম্পের পর আতঙ্কে পরিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১২টায় ভূমিকম্পের সময় আতঙ্কে জ্ঞান হারালে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মৃত পরিনা আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের মো. সুকুমুদ্দিন মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকায় স্বপন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক ভূঁইয়া জানান, ভূমিকম্পের সময় পরিনা আক্তার তার দেড় বছরের ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এ সময় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।